রাহুল গান্ধী বলেন, লাখিমপুর খেরির ঘটনার সময়ও যেমন বিরোধীদের চুপ করানো হয়, এখনও সেই কাজ করা হচ্ছে। লাখিমপুর খেরিতে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ির নীচে চাপা পড়েন কৃষকরা। সেই সবকিছু জানা সত্ত্বেও বিরোধীদের প্রতিবাদ করতে দেওয়া হয়নি। বিরোধীদের চুপ করানো হয়েছে পরিকল্পিতভাবে।